আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বন এবং রেইন ফরেস্ট, পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার প্রায় অর্ধেক আছে আমাজনে।
এ বনের আয়াতন এতই বেশী যে, এখন প্রযন্ত পৃথিবীর কেউই এ বন পুরো আংশ প্রদক্ষিন করতে পারেনিএখানে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের গাছ-পালা, পশু-পাখি আবার আছে ভয়ংকর জন্তু জানোয়ার এবং বিষাক্ত সাপ।
আক্সিজেন সরবরাহের জন্য এ বনকে পৃথিবীর ফুসফুস নামে অবহিত করা হয়, ঔষধ তৈরির জন্য যত কাচামাল সংগ্রহ করা হয় তার প্রায় ২০ ভাগ আসে এ বন থেকে, তবে এখানে যে পরিমাণ ঔষধী গাছ আছে তার মধ্যে বেশীরভাগ এখন ও অজানা রয়ে গেছে গবেষকদের কাছে
আমাজন বনের আয়াতন ৭০ লক্ষ বর্গকিলোমিটার, আর এটাকে যদি বাংলাদেশের সাথে তুলনা করা হয় তাহলে এটা বাংলাদেশের আয়াতনের তুলনায় প্রায় ৩৭ গুন বড় হবে
আমাজন দক্ষিন আমেরিকা মহাদেশের মোটা আয়াতনের ৩০ ভাগ অংশ দখল করে আছে
এবং ৯ টি দেশ জুড়ে আছে এ বন এর মধ্যে মোটা আয়াতনের ৬০ ভাগ রয়েছে ব্রাজিলে, পেরুতে আছে ১৩ ভাগ, কলম্ভিয়াতে আছে ১০ ভাগ এবং বাকি ১৭ ভাগ রয়েছে অন্য ছয়টি দেশ যথাঃ- ভেনিজুয়েলা, ভলিবিয়া, ইকিডর, গায়ানা, সুরিনাম, ফ্রেন্স গায়না।
প্রায় ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে এ বনে এর মধ্যে সবচেয়ে বড় হল রাবার গাছ, যা প্রায় ১২২ ফুট প্রযন্ত উচু হয়ে থাকে।
পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ২০ ভাগ আসে এ বন হতে এজন্যই এ বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে।
প্রায় ৩০০০ প্রকারের ফল রয়েছে এ বনে তবে এর মধ্যে ২০০ প্রকারের ফল খাওয়া যায়।
৪৫ লক্ষ প্রজাতির পোকামাকড় আছে এখানে তার মধ্যে রয়েছে রঙ্গিন প্রজাতির প্রজাপতি, পিপড়া, তেলাপোকা এবং বিষাক্ত মশা
এ বনের ৪২৬ প্রাজাতির স্থন্যপায়ী প্রানীদের মধ্যে অন্যতম হল জাগুয়ার আবার এখানে দেখা মিলে কালোপ্রজাতির এক ধরনের জাগুয়ার
জাগুয়ারের চোখ খুবই দুর্দশ, রাতের আধারে ও মনে হবে এদের চোখ লাইটের মত জ্বলে এরা অনেক দূড় থেকেও শিকাড়িকে গায়েল করে ফেলতে পারে মূহুর্তের মধ্যে এছাড়া রয়েছে গোলাপি ডলপিন, চিতাবাঘ, তামান্ডুয়া, তাবিড, ইদুর, বাদুর ইত্যাদি।
এখানে ৪২৮ প্রজাতির উভয়চর প্রাণী রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশী দেখা মিলে লাল চোখ বিশিষ্ট বয়জন ব্যাঙ্গ, ডার্ট ফর্গ
এছাড়া সরীসৃপ জীবের মধ্যে রয়েছে এনাকুন্ডা, সাপ পুয়া, কুমির কচ্ছপ ইত্যাদি সহ প্রায় ৩৭৮ প্রজাতির সরীসৃপ।
১২৯৪ প্রাজাতির পাখি রয়েছে এ বনে এদের মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এবং ছোটা পাখি হার্মিও বার্ড এছাড়া ও আছে হার্পি ঈগল, টুকান, মেকাও, পৃথিবীতে যত পাখি আছে তার প্রায় ৫ ভাগের এক ভাগ এ বনে আছে।
পৃথিবীর দ্বিতীয় বৃহতম আমাজন নদী এ বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যা এ বনের পশু, পাখি ও উদ্ভিদের পানির প্রধান উৎস
এটাকে যদি বাংলাদেশের মেঘনা নদীর সাথে তুলনা করা হয় তাহলে এটা মেঘনা নদীর চেয়ে ও প্রায় ১৮ গুন বড় হবে
এ নদীতে ২২০০ প্রজাতির মাছ রয়েছে
এবং পৃথিবীতে যত প্রকার মাছ আছে তার প্রায় ৫ ভাগের এক ভাগ মাছ এ নদীতে আছে।
পৃথিবীর দ্বিতীয় বৃহতম আমাজন নদী এ বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যা এ বনের পশু, পাখি ও উদ্ভিদের পানির প্রধান উৎস
এটাকে যদি বাংলাদেশের মেঘনা নদীর সাথে তুলনা করা হয় তাহলে এটা মেঘনা নদীর চেয়ে ও প্রায় ১৮ গুন বড় হবে
এ নদীতে ২২০০ প্রজাতির মাছ রয়েছে
এবং পৃথিবীতে যত প্রকার মাছ আছে তার প্রায় ৫ ভাগের এক ভাগ মাছ এ নদীতে আছে।


Post a Comment